ঈশ্বরগঞ্জ পৌর আ.লীগের সভাপতি গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
হাবিবুর রহমান হাবিব। ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. হাবিবুর রহমান হাবিবকে ময়মনসিংহ শহর থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরের বাউন্ডারী রোডে অবস্থিত স্কাইমুন টাওয়ারের নিজ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য মো. আবদুস সাত্তারের স্ত্রীর বড় ভাই। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ঈশ্বরগঞ্জ পৌরসভার একাধিকবার মেয়র ছিলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান হাবিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, ঈশ্বরগঞ্জ থানায় হাবিবুর রহমানের মামলা নেই। পুরনো মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৯ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

২০ ঘণ্টা আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

২১ ঘণ্টা আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১ দিন আগে