ফের বাড়ছে করোনা সংক্রমণ, সব বন্দরে সতর্কতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল বন্দরে করোনাভাইরাস সংক্রমণ ঘিরে সতর্কতা। ছবি: রাজনীতি ডটকম

ভারতের বিভিন্ন স্থানে নতুনভাবে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশেও এই ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে করোনা সংক্রমণ নিয়ে একজনের মৃত্যুও হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্যসুরক্ষা বিধি অনুসরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (৮ জুন) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, মেডিকেল ডেস্কের দায়িত্বে থাকা উপসহকারীরা ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনাভাইরাসের উপসর্গ আছে কি না তা পরীক্ষা করছেন। বন্দরের সংশ্লিষ্টরা জানালেন, করোনা সংক্রমণের জন্য স্বাস্থ্য বিভাগের জারি করা সতর্কতা তারা অনুসরণ করা হচ্ছে বেনাপোল বন্দরে।

গত বুধবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেনের সইয়ে এক আদেশ জারি হয়েছে। আদেশে ভারতসহ বিভিন্ন সংক্রমিত দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের দেশের স্থল, নৌবন্দর ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করতে বলা হয়েছে। সব যাত্রীকে স্বাস্থ্যবার্তা দিতেও বলা হয়েছে আদেশে।

বেনাপোল বন্দরেও সেই আদেশ অনুসরণ করে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। যাত্রীদেরও সচেতনতামূলক বার্তা দিচ্ছেন তারা।

চিকিৎসার জন্য প্রায় মাসখানে ভারতে ছিলেন সীমা। রোববার দেশে ফেরেন তিনি। রাজনীতি ডটকমকে সীমা বলেন, একমাস চিকিৎসার পর আজ দেশে ফিরলাম। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনার পরীক্ষা করছে।

ভারত থেকে ফেরা আরেক যাত্রী পরিতোষ মন্ডল বলেন, ১০ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ দেশে ফিরলাম। বাংলাদেশের মতো ভারতের কোথাও করোনা বা ওমিক্রনের পরীক্ষা-নিরীক্ষা করেনি।

বেনাপোল ইমিগ্রেশনের উপসহকারী মেডিকেল কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, ভারতের কিছু কিছু স্থানে ওমিক্রন ধরনের সংক্রমণ বেড়েছে। দেশে করোনার এ নতুন ধরনটি যেন ছড়াতে না পারে সে জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি।

আব্দুল মজিদ আরও বলেন, পরিচালক স্যার নির্দেশনা দিয়েছেন, কারও শরীরে করোনা বা এর ওমিক্রন উপধারার উপসর্গ পাওয়া গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখতে হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। এর নতুন ভ্যারিয়েন্ট কোভিড-ওমিক্রন এক্সবিবি। এখনো পর্যন্ত এ অঞ্চলে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, চারপাশে কোভিড-ওমিক্রন এক্সবিবি আতঙ্ক বিরাজ করছে। ঢাকা ও রাজশাহীতে কয়েকজন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। তাই আগেভাগে যশোরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

১ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে