শোভযাত্রা-সমাবেশে নড়াইলে শ্রমিক দিবস পালন

জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন আয়োজিত সমাবেশসহ নানা আয়োজনে নড়াইলে উদ্যাপন করা হলো মহান মে দিবস।
দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মালন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের পরিদর্শক মো. আরিফুল ইসলাম।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মহান মে দিবস এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার তাৎপর্য তুলে ধরেন। বলেন, শ্রম যখন পরিণত হয় অর্থময় কাজে, শ্রমিকের আনন্দ তখন রূপায়িত হয় উল্লাসে। সেই উল্লাস অকৃত্রিম, অন্তরঙ্গ, একেবারে বাঁধ ভাঙা জোয়ারের মতো।
আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকণ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহামুদ রাসেল, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুর রশিদ লাবলুসহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে, নড়াইল হকার্স মার্কেটের শ্রমিকরা শহরের রূপগঞ্জ মার্কেট চত্বরে, ইমারত নির্মাণ শ্রমিকরা পুরানো বাস টার্মিনাল চত্বরে মে দিবসে শ্রমিক সমাবেশ আয়োজন করে।
জেলা সদর ছাড়াও লোহাগড়া ও কালিয়া উপজলাতেও উপজেলা প্রশাসনসহ শ্রমিক সংগঠনগুলো একই ধরনের কর্মসূচি আয়োজন করেছিল।