বিয়ের প্রস্তাবে অসম্মতি, তরুণী ও তার মা-ভাইকে অ্যাসিড নিক্ষেপ

যশোর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৩: ৩৭
অ্যাসিড নিক্ষেপ। প্রতীকী ছবি

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে এক তরুণী এবং তার মা ও ভাইয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।

অ্যাসিড নিক্ষেপের শিকার রিপা খাতুন (২৬) ওই গ্রামের জামাত হোসেনের মেয়ে। এ ছাড়া রিপার মা রাহেলা বেগম (৪৮) ও ভাই ইয়ানূর রহমানও (৮) এ ঘটনার শিকার হয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, অ্যাসিডে শিশু ইয়ানুর রহমানের পাসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রিপা ও তার রাহেলার শরীরও আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রিপার পরিবার সূত্র জানায়, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে জসিম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানলা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা এবং তার মা ও ভাই অ্যাসিডে দগ্ধ হন।

পরিবারের সদস্য তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লার বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

১ দিন আগে

বিএনপি কার্যালয় ভাঙচুর: আসামি সাবেক এমপি-সাংবাদিকসহ ১৮৬

১ দিন আগে

জুলাই আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশ যাদের আত্মত্যাগে পেয়েছি, সেই জুলাই আন্দোলনের শহিদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারীসহ সব নির্যাতিত পরিবারকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করুন।

১ দিন আগে

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার ভার পাচ্ছে নৌ বাহিনীর ড্রাইডক

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্তের পর ড্রাইডকের মাধ্যমে র্টার্মিনাল পরিচালনার বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। আগামী ৬ জুলাই ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ।

১ দিন আগে