সাবেক এমপি লায়লা পারভিন কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ২০: ১০
ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ভোররাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে রাস্তা ও কালভার্ট ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দায়ের করা মামলায় তিনি সন্দেহভাজন আসামি। দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

লায়লা পারভিন সেঁজুতি আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইশরাককে মেয়র হতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হতে বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন- ‘চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।’

২০ ঘণ্টা আগে

শেরপুরে নদ-নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা

ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের প্রভাবে শেরপুর জেলার পাহাড়ি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে গত তিন দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে জেলার কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।

২০ ঘণ্টা আগে

নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের আজও বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে টানা ছয় দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। মঙ্গলবার (২০ মে) সকাল থেকে তার সমর্থকেরা সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

১ দিন আগে

ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেফতার

সোমবার (১৯ মে) দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে, তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানায় (মামলা নং- নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪) মামলা থাক

২ দিন আগে