শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

যশোরের শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু রোগ। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত তিনজন রোগীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন তাদের অবস্থা অনেকটা ভালো।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের একজন শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের, একজন চান্দুড়িয়ারঘোপ গ্রামের, আরেকজন পাড়িয়ারঘোপ গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

বর্ষার আগে থেকেই এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে থাকে। ডেঙ্গু ছড়িয়েছে গ্রাম এলাকাতেও। স্থানীয়রা বলছেন, ঢাকাসহ ডেঙ্গুপ্রবণ এলাকা থেকে আসা মানুষদের কারণে এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে।

নাভারন বাজারের ব্যবসায়ী ফজর আলী বলেন, ঢাকার পরিবহন দিনে ও রাতে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে যাত্রী বহন করছে। এ কারণে অনেক পরিবহনে এডিস মশা ছড়িয়ে পড়ছে। পরিবহনগুলোতে ঠিকমতো মশা নিধনের ওষুধ স্প্রে করা হলে পরিবহনে করে এডিস মশা ছাড়ানোর ঝুঁকি কম থাকবে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মাহফুজুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারণ করছে। শার্শাতেও ডেঙ্গু ছড়িয়েছে। তিনজন এখনই ভর্তি আছেন হাসপাতালে।

ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় তুলে ধরে ডা. মাহফুজুর বলেন, ঘরে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। দিনের বেলা ঘরে ও বাইরে ফুল হাতা শার্ট পরতে হবে। বাড়ির আশপাশে সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২১ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১ দিন আগে