২ তরুণের প্যান্টের পকেটে ছিল দেড় কোটি টাকার সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮: ১৮
আটক দুজনের কাছে ছিল প্রায় দেড় কোটি টাকার সোনা। ছবি: রাজনীতি ডটকম

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৭০ গ্রাম ওজনের আটটি সোনার বারসহস দুজনকে আটক করেছে। বিজিবি জানিয়েছে, প্রায় দেড় কোটি টাকার এসব সোনা ভারতে পাচারের চেষ্টা চলছিল।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সোনাসহ দুজনকে আটক করা হয়। পরে বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক সোনার বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা।

আটক দুজন হলেন— যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও একই এলাকার মো. শাহাজানের ছেলে মহিনুর রহমান (৩১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই সোনা চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা আটটি সোনার বার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে নিয়ে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে তারা সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সোনাগুলো ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত

১৪ ঘণ্টা আগে

এনসিপির পদযাত্রাকে ঘিরে ফরিদপুরে বাড়তি নিরাপত্তা

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

১৪ ঘণ্টা আগে

ফরিদপুরে এনসিপির সভা এলাকায় নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৬ ঘণ্টা আগে

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে আওয়ামী লীগ ভুয়া তথ্য ছড়াচ্ছে: প্রেস উইং

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

১৭ ঘণ্টা আগে