ঈদের আনন্দে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজনে মানুষের ঢল

টাঙ্গাইল প্রতিনিধি
ঈদ আয়োজনে ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে নিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা ও ঘোড়দৌড়সহ নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাড়িভাঙা, দড়ি লাফ, গুপ্তধন উদ্ধার, লং জাম্প ও সাইকেল প্রতিযোগিতার মতো নানা আয়োজনে অংশ নিয়েছে বিভিন্ন বয়সের মানুষ। আরও ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এ আয়োজন উপভোগ করতে মানুষের ঢল নেমেছিল।

ঈদের দ্বিতীয় দিন রোববার (৮ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় বেলতা সমাজ উন্নয়ন যুব সংঘ এসব প্রতিযোগিতা আয়োজন করেছিল। এ সময় প্রতিযোগিতার স্থান মানুষের মিলনমেলায় পরিণত হয়। সবার দাবি, এমন আয়োজন যেন প্রতিবছরই হয়।

ঈদ উৎসবের এ আয়োজনে মূল আকর্ষণ ছিল ঘোরদৌড় ও তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা। প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে যান নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। এসব প্রতিযোগিতা উপলক্ষ্যে স্কুল মাঠের আঙিনায় মেলাও বসে। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

Tangail Eid Festival Sports 09-06-2025 (4)

তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা ছিল ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ। ছবি: রাজনীতি ডটকম

খেলায় অংশগ্রহণ কারীরা বলেন, এমন খেলায় অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত খুশি। তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগী সামি যেমন বলেন, কলা গাছ বেয়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী ও সবাইকে আনন্দ দেওয়ার মতো একটি প্রতিযোগিতা। সবাই এটা দেখে খুব আনন্দ পেয়েছে। আমিও খুব আনন্দ পেয়েছি।

দর্শনার্থী ও স্থানীয়রা বলেন, এমন আয়োজন ঈদে বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা সবাই মুগ্ধ। পরিবার-পরিজন দিয়ে তারা এ আয়োজন উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন চলমান রাখার দাবি তাদের।

লাকি আক্তার বলেন, এমন আয়্জোন দেখে অনেক আনন্দ পেয়েছি। আমি দড়িলাফ, মেয়ে ও ছেলেদের দৌড়, সাইকেল ও মোটরসাইকেল খেলা দেখলাম। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।

Tangail Eid Festival Sports 09-06-2025 (1)

সাইকেল প্রতিযোগিতাতেও অংশ নেন অনেকে। ছবি: রাজনীতি ডটকম

আশা খাতুন বলেন, মা-বাবার সঙ্গে বিভিন্ন খেলা দেখতে এসেছি। অনেক ভালো লেগেছে। এমন আয়োজন প্রতিবছরই হলে খুব ভালো লাগবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। গোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।

Tangail Eid Festival Sports 09-06-2025 (3)

শিশু-কিশোরদের জন্যও ছিল নানা ধরনের খেলা ও প্রতিযোগিতা। ছবি: রাজনীতি ডটকম

ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িতে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যহত থাকবে। সামনে প্রতিটি ওয়ার্ডে এমন আয়োজন করা হবে।

আয়োজন কমিটির সদস্য তোফাজ্জাল হোসেন বলেন, গ্রামবাসীকে আনন্দ দেওয়ার চিন্তা থেকেই এমন আয়োজন করা হয়েছে। সবার ভালো লেগেছে জেনে আমরাও খুব খুশি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২১ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১ দিন আগে