কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২৮
কক্সবাজার বিমান ঘাঁটি

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত শিহাব কবির (৩০) নিহত শিহাব কক্সবাজার পৌরসভার বিমান ঘাঁটিসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের অধীন সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল পুলিশও একজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার সই করা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় জানানো হয়েছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারসংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

শনিবার বিকেল পাঁচটার দিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিতে নান্দাইল পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

১ দিন আগে

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

প্রত্যক্ষদর্শী শেখ ইকবাল হোসেন জানান, নিহত শিশু বাবা হাফিজুর মোল্যা খুবই দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট গাড়িতে বোঝাই করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়ির সঙ্গে শিশুটিও দৌড়াচ্ছিল। হঠাৎ করে শিশুটির পা পিছলে গাড়ির চাকা

১ দিন আগে

খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।

১ দিন আগে

‘শুনছি কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল বিখ্যাত গডফাদার শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’

১ দিন আগে