দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল ২ বছর পর

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫৭
দেবতাখুমের প্রাকৃতিক সৌন্দর্য। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বান্দরবানের রোয়াংছড়ির অন্যতম পর্যটন স্পট দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে জনপ্রিয় এই পর্যটন স্পট ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভা করে। ওই সভার সিদ্ধান্ত এবং গত ৫ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চিঠির আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রটি মঙ্গলবার থেকে সব পর্যটকের জন্য উন্মুক্ত করা হলো।

পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিরাপত্তাজনিত কারণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। এরপর কেটে গেছে প্রায় দুই বছর। কিন্তু দেবতাখুম আর পর্যটকদের জন্য উন্মুক্ত হয়নি।

জেলা প্রশাসন বলছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের দেবতাখুম ভ্রমণেও সমস্যা নেই। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুরাদনগরে এবার মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

১ দিন আগে

বৈষম্যবিরোধীদের দাবির মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১ দিন আগে

সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

১ দিন আগে

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।

১ দিন আগে