বান্দরবানে আ.লীগ কার্যালয়কে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৯
বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরের ব্যানার। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ‘৩৬ জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্ররা বান্দরবান বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের ব্যানার টাঙিয়ে দেন। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার সমন্বয়ক আসিফ ইকবাল বলেন, খুনি হাসিনার বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছি।

তিনি বন, এখানে জুলাই বিপ্লবের স্মৃতি এবং বান্দরবান আওয়ামী লীগের দোসরদের ছবি ও কর্মকাণ্ড লিপিবদ্ধ করে রাখব। এ বিষয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আসিফ ইকবাল হাবীব আল মাহমুদ, মেসবাহ উদ্দীন, খালিদ বিন নজরুল, তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশের আরও অনেক জেলার মতো গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুরাদনগরে এবার মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

১ দিন আগে

বৈষম্যবিরোধীদের দাবির মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১ দিন আগে

সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

১ দিন আগে

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।

১ দিন আগে