ভোট শেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে খুন

প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: ২১ মে ২০২৪, ২১: ৪৮

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সফুর আলম (৩৫) সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম পোকখালীতে এ ঘটনা ঘটে।

নিহত সফুর আলম পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মামমোরাপাড়ার নুর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের (টেলিফোন) সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরবের মক্কা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের (মোটরসাইকেল) কয়েকজন সমর্থক ভোটগ্রহণ শেষে আবু তালেবের সমর্থক দেলোয়ার হোসেনকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন বলেন, ভোটগ্রহণ শেষে তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকেরা তাকে আটকে রাখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সফুরকে বিকেল পাঁচটার দিকে ঈদগাঁও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রার্থী আবু তালেব বলেন, তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের কর্মীরা পরিকল্পিতভাবে সফুর আলমকে ছুরিকাঘাতে খুন করেছেন। এ হত্যাকাণ্ডের বিচার চান তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করেও চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

শনিবার বিকেল পাঁচটার দিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিতে নান্দাইল পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

১ দিন আগে

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

প্রত্যক্ষদর্শী শেখ ইকবাল হোসেন জানান, নিহত শিশু বাবা হাফিজুর মোল্যা খুবই দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট গাড়িতে বোঝাই করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়ির সঙ্গে শিশুটিও দৌড়াচ্ছিল। হঠাৎ করে শিশুটির পা পিছলে গাড়ির চাকা

১ দিন আগে

খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।

১ দিন আগে

‘শুনছি কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল বিখ্যাত গডফাদার শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’

১ দিন আগে