চকরিয়ার সংরক্ষিত বনাঞ্চলে মিলল হাতির মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫০
বুধবার চকরিয়ার সংরিক্ষত অঞ্চলে পাওয়া যায় হাতির মরদেহ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা হাতির মরদেহটি সেখানে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দিয়েছিলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফাঁসিয়াখালী রেঞ্জের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় পাওয়া যায় হাতিটির মরদেহ।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী মৃত হাতিটি পুরুষ। এর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত করেছেন। মৃত্যুর কারণ জানতে হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়ে মারা গেছে। তবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থল ও আশপাশে কোনো ফাঁদের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

শনিবার বিকেল পাঁচটার দিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিতে নান্দাইল পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

১ দিন আগে

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

প্রত্যক্ষদর্শী শেখ ইকবাল হোসেন জানান, নিহত শিশু বাবা হাফিজুর মোল্যা খুবই দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট গাড়িতে বোঝাই করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়ির সঙ্গে শিশুটিও দৌড়াচ্ছিল। হঠাৎ করে শিশুটির পা পিছলে গাড়ির চাকা

১ দিন আগে

খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।

১ দিন আগে

‘শুনছি কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল বিখ্যাত গডফাদার শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’

১ দিন আগে