টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দেবে গেছে কালভার্টসহ সড়ক

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২: ৪৫
টানা বৃষ্টিতে দুই নম্বর গেট-অক্সিজেন সড়কে স্টারশিপ কারখানার এলাকায় শীতলঝরনা খালের ওপরের কালভার্টসহ সড়কের একাংশ দেবে গেছে। ছবি: রাজনীতি ডটকম

অব্যাহত প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকার বেশির ভাগ অংশই পানিতে তলিয়ে গেছে। সড়ক ছাপিয়ে পানি উঠে গেছে দোকানপাট-ঘরবাড়িতে। নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকায় শীতলঝরনা খালের ওপর একটি সেতুসহ সড়কের একাংশ ভেঙে পড়েছে।

বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টির কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে চট্টগ্রাম নগরীতে। পিবিও আমবাগান আবহাওয়া অফিসের তথ্য বলছে, এ দিন সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।

স্থানীয়রা জানান, স্টারশিপ কারখানা এলাকার ওই খালের ওপর কালভার্টের পাশে আগেই কিছুটা গর্ত তৈরি হয়েছিল বৃষ্টির কারণে। গত রাতের টানা বৃষ্টির পর এর কিছু অংশ খালের মধ্যে দেবে গেছে। সড়কও কিছুটা ভেঙেছে।

সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনী তৈরি করে রাখা হয়েছে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দুই নম্বর গেট-অক্সিজেন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকা দিয়ে চলাচলকারীদের।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।

এদিকে তীব্র বৃষ্টির কারণে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। অনেক মার্কেটের নিচতলায় পুরোপুরি পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।

নগরীর সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ অফিসগামী লোকজনকে। চলাচলের জন্য সড়কে পর্যাপ্ত যানবাহনও পাচ্ছেন না তারা।

এর আগে বুধবারই আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বুধবার দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসও দেখা দিতে পারে।

এ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় বলেন, আগামী ২৪ ঘণ্টায় এমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১ দিন আগে