খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী। এর মধ্যে গুরতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ১টার দিকে তথা ১৫ আগস্টের প্রথম প্রহরে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পালটা হামলা করেন। এতে চার নেতাকর্মী আহত হন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি জানান, হাসপাতালে চিকিৎসার জন্য চারজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের সারা রাত শহরে মহড়া দিতে দেখা গেছে। ওসি বাতেন মৃধা বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী। এর মধ্যে গুরতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ১টার দিকে তথা ১৫ আগস্টের প্রথম প্রহরে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পালটা হামলা করেন। এতে চার নেতাকর্মী আহত হন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি জানান, হাসপাতালে চিকিৎসার জন্য চারজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের সারা রাত শহরে মহড়া দিতে দেখা গেছে। ওসি বাতেন মৃধা বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগেপ্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি
১৮ ঘণ্টা আগেএনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
১৯ ঘণ্টা আগেলেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’
২০ ঘণ্টা আগে