পটুয়াখালীতে ডিবিবিএলের বুথ ডাকাতির চেষ্টায় মূল হোতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূল হোতা জাহিদ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরে এক রাতে আদালত পাড়ায় বড় মসজিদসংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের (ডিবিবিএল) এটিএম বুথে ডাকাতির চেষ্টার ঘটনায় মূল হোতা জাহিদ সরদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এটিএম মেশিন ভেঙে টাকা নিতে না পারলেও বুথটি ভাঙচুর করে মালামাল লুট করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক চুরির ঘটনায় মামলা রয়েছে।

বুধবার (২০ আগস্ট) পটুয়াখালী সদর থানায় এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দিবাগত রাত ২টা থেকে রাত সাড়ে ৩টার মধ্যে বুথে দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরী মো. মজিবুর রহমান সিকদারকে (৫৫) হাত বেঁধে ও মুখ ঢেকে এলোপাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এতে তার কাঁধের হাড় ভেঙে যায়, বাম চোখ ও মাথা গুরুতর জখম হয়। পরে তাকে পুরাতন আদালত ভবনের বারান্দায় ফেলে রেখে যায়। এরপর বুথের এটিএম মেশিন ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে মনিটরসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের বেদম মারধরে গুরুতর আহত মজিবুর রহমান সিকদার বনানী সড়ক এলাকায় মায়ো ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এ সময় পুলিশ উপস্থিত হয়ে আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরদিন এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের অফিসার ইনচার্জ মো. মোয়াজ আহম্মেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এর পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযানে নামে।

পুলিশ জানায়, তদন্তকারী দল ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এ ছাড়াও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করে। প্রযুক্তি সহায়তায় বুথে ডাকাতির প্রচেষ্টায় জড়িত হিসেবে জাহিদ সরকারকে শনাক্ত করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পটুয়াখালীর সদর উপজেলার মৌকরণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহিদের কাছে সিসি ক্যামেরার দুটি মনিটর, নিরাপত্তা প্রহরী মজিবুরের ব্যবহৃত মোবাইল ফোন, ডাকাতিতে ব্যবহৃত দুটি শাবলসহ লুটের কিছু টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির কথা স্বীকার করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পটুয়াখালীর বিভিন্ন স্থানে দোকান ও বাসাবাড়িতে তালা ভেঙে একাধিক চুরির ঘটনা স্বীকার করেছেন। তদন্তের মাধ্যমে তার বাকি সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধে অন্য যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৬ ঘণ্টা আগে

বৃষ্টিতে প্রাণ ফিরেছে রংপুর অঞ্চলের আমন আবাদে

১১ ঘণ্টা আগে

অনিবার্য কারণে রাকসুর মনোনয়নপত্র বিতরণ বন্ধ ঘোষণা

১৩ ঘণ্টা আগে

রাজশাহীতে শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের প্রধান ফটকের সামনে এক ছাত্রী ‘হেলপ, হেলপ’ বলে দৌড়াচ্ছিলেন। এসময় শিক্ষক মারুফ মোটরসাইকেলে তাঁর কাছে এগিয়ে গেলে হঠাৎ করে মেয়েটি তাঁর গলা লক্ষ্য করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে দ্রুত সিএমএইচে নেয়া হয়। পরে উপস্থিত লোকজন মেয়েটিকে আটক করে পরিবারের জিম্মায় দেন।

১ দিন আগে