পটুয়াখালীর ২২ গ্রামে চলছে ঈদ উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফে শুক্রবার প্রধান ঈদের জামাতে নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর অন্তত ২২টি গ্রামের সহস্রাধিক পরিবার উদযাপন করছে ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব পরিবার ঈদ উদযাপন করেছে।

শুক্রবার (৬ জুন) সকাল থেকে এ সব গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফে সকাল ৯টায়।

শুক্রবার সকাল থেকেই নতুন পোশাক পরে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ ঈদের নামাজ আদায় করতে বদরপুর দরবার শরিফ জামে মসজিদে সমবেত হতে থাকেন। প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফের মেজো পির আলহাজ মাওলানা মোহাম্মাদ আরিফ বিল্লাহ রাব্বানী।

Patuakhali Advance Eid 02 Photo 06-06-2025

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফে শুক্রবার প্রধান ঈদের জামাতের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: রাজনীতি ডটকম

নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে দরবার শরিফ মাঠে অনেকে পশু কোরবানি করতে দেখা যায়।

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ বলেন, এ বছরও জেলার সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই; গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া; বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ; কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া ও মাঝিবাড়ি; টিয়াখালীর ইটবাড়িয়া; পৌর শহরের নাইয়াপট্টি ও বাদুরতলী; এবং মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী— এই ২২ গ্রামের কয়েক হাজার পরিবার আগাম ঈদ উদযাপন করছেন।

স্থানীয়রা জানান, এ সব এলাকার মুসলিমরা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের পির, চট্টগ্রামের সাতকানিয়া পির ও চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পিরের অনুসারী। তারা সবাই ১৯২৮ সাল থেকে এসব এলাকায় প্রতিবছর আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের আগের দিন তারা এ ঈদুল আজহা উদযাপন করছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৭ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১৮ ঘণ্টা আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১৯ ঘণ্টা আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

২০ ঘণ্টা আগে