top ad image
top ad image
home iconarrow iconঅর্থের রাজনীতি

সম্মেলন করলেন সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা

সম্মেলন করলেন সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা
শনিবার কক্সবাজারের একটি হোটেলে সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘হ্যাপি এমপ্লয়িজ, হ্যাপি কাস্টমারস, হ্যাপি শেয়ারহোল্ডারস’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল ব্যাংকের কৌশল নির্ধারণ, শাখার পারফরম্যান্স বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর সেবা বিস্তার, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির কৌশল ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের রূপরেখা তৈরি।

শনিবার (২৭ এপ্রিল) কক্সবাজারের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ডিপোজিট, লোন ও কার্ড প্রোডাক্টের ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন লক্ষ্যও নির্ধারণ করা হয় সম্মেলনে।

ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপক কর্তৃপক্ষ ২০২৪ সালের ঈর্ষণীয় ফলাফলের জন্য (দুই হাজার ৩৫১ কোটি টাকা পরিচালন মুনাফা) গ্রাহক, রেগুলেটর ও কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। তিনি বলেন, আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ডিজিটাল রূপান্তর এবং গ্রাহক সেবার উৎকর্ষতা অপরিহার্য। আমাদের সব শাখা ব্যবস্থাপককে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, এই বিশাল ব্যাংকের বিভিন্ন বিভাগের একসেঙ্গে কাজ করতে পারার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ সফলতার চাবি। এই ব্যাংকের মূল ফোকাস হবে ক্ষুদ্র ও অতি-ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো।

সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রেবেকা ব্রোসন্যান ও স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যাংকের দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান ও মাহিয়া জুনেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রুবেল আজিজ ও হোসেন মেহমুদ। সম্মেলনে সারা দেশের সব শাখা, উপশাখা ও সিটিজেম সেন্টারের ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা শাখা ও সেরা ব্যবস্থাপক পুরস্কার দেওয়া হয়।

r1 ad
top ad image