প্রতিবেদক, রাজনীতি ডটকম
বন্ড সুবিধার আওতায় আমদানি করা ৬৬০ মেট্রিক টন কাঁচামাল অবৈধভাবে সরিয়ে ফেলে সরকারের প্রায় পাঁচ কোটি ১৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেসার্স নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে কাস্টমসের প্রিভেন্টিভ অভিযানে প্রাথমিকভাবে এই ক্ষতি নিরূপণ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, গার্মেন্টস ও তৈরি পোশাক (নীট) কারখানাটির সর্বশেষ ইউটিলাইজেশন পারমিট (ইউপি) অনুযায়ী আমদানিকৃত কাঁচামাল কেবল রফতানিমুখী পণ্যে ব্যবহারের অনুমতি ছিল।
তবে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর তদন্তে দেখা যায়, গাজীপুরের কেওয়া পূর্বখণ্ড, কেওয়া বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি এসব কাঁচামালের বড় একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলেছে। এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজনীতি ডটকমের কাছে এ বিষয়ে ত্রুটি-বিচ্যুতির কথা স্বীকার করা হয়েছে। পর্যায়ক্রমে জরিমানা বা বকেয়া পরিশোধ করার কথা জানিয়েছে এর মালিকপক্ষ।
বন্ড বা বন্ডেড ওয়্যারহাউস হলো এমন একটি সুরক্ষিত গুদাম যেখানে শুল্ক পরিশোধ ছাড়াই আমদানিকৃত কাঁচামাল সংরক্ষণ করা হয় এবং পরে তা দিয়ে তৈরি পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং শিগগিরই বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস সূত্রে আরও জানা গেছে, আমদানিকৃত বন্ডেড কাঁচামাল ঘরোয়া বাজারে বিক্রি করার আশঙ্কা রয়েছে, এর ফলে প্রতিষ্ঠানের মালিক লাভবান হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকির অভিযোগ বিষয়ে জানতে চাইলে মেসার্স নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান রাজনীতি ডটকমকে বলেন, বাংলাদেশের বিদ্যমান নিয়মনীতি, ব্যাংকিং খাতের অবস্থা, সুদের হার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সুষ্ঠুভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব। এছাড়া তিনি একটি দুর্বল ব্যাংকের সঙ্গে লেনদেনের প্রক্রিয়ায় আটকে গেছেন। এ কারণে কিছুটা ত্রুটি বা নিয়মের ব্যত্যয় হয়েছে স্বীকার করে তিনি জানান, কাস্টমস বিভাগ যৌক্তিকভাবে শুল্ক বা জরিমানা আরোপ করলে তা পর্যায়ক্রমে পরিশোধ করার সুযোগ চান।
শুল্কের পরিমাণ পাঁচ কোটি টাকা হবে না বলে দাবি করে তিনি বলেন, যৌক্তিক মূল্যায়নে যে পরিমাণ অর্থ নির্ধারণ হবে, তা পরিশোধ করবেন। পাশাপাশি বিন বন্ধ না করে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ রেখে তিনি বলেন, ব্যবসা বন্ধ করা হলে বকেয়া বা জরিমানা পরিশোধ করা সম্ভব হবে না।
বন্ড সুবিধার আওতায় আমদানি করা ৬৬০ মেট্রিক টন কাঁচামাল অবৈধভাবে সরিয়ে ফেলে সরকারের প্রায় পাঁচ কোটি ১৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেসার্স নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে কাস্টমসের প্রিভেন্টিভ অভিযানে প্রাথমিকভাবে এই ক্ষতি নিরূপণ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, গার্মেন্টস ও তৈরি পোশাক (নীট) কারখানাটির সর্বশেষ ইউটিলাইজেশন পারমিট (ইউপি) অনুযায়ী আমদানিকৃত কাঁচামাল কেবল রফতানিমুখী পণ্যে ব্যবহারের অনুমতি ছিল।
তবে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর তদন্তে দেখা যায়, গাজীপুরের কেওয়া পূর্বখণ্ড, কেওয়া বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি এসব কাঁচামালের বড় একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলেছে। এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজনীতি ডটকমের কাছে এ বিষয়ে ত্রুটি-বিচ্যুতির কথা স্বীকার করা হয়েছে। পর্যায়ক্রমে জরিমানা বা বকেয়া পরিশোধ করার কথা জানিয়েছে এর মালিকপক্ষ।
বন্ড বা বন্ডেড ওয়্যারহাউস হলো এমন একটি সুরক্ষিত গুদাম যেখানে শুল্ক পরিশোধ ছাড়াই আমদানিকৃত কাঁচামাল সংরক্ষণ করা হয় এবং পরে তা দিয়ে তৈরি পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং শিগগিরই বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস সূত্রে আরও জানা গেছে, আমদানিকৃত বন্ডেড কাঁচামাল ঘরোয়া বাজারে বিক্রি করার আশঙ্কা রয়েছে, এর ফলে প্রতিষ্ঠানের মালিক লাভবান হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকির অভিযোগ বিষয়ে জানতে চাইলে মেসার্স নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান রাজনীতি ডটকমকে বলেন, বাংলাদেশের বিদ্যমান নিয়মনীতি, ব্যাংকিং খাতের অবস্থা, সুদের হার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সুষ্ঠুভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব। এছাড়া তিনি একটি দুর্বল ব্যাংকের সঙ্গে লেনদেনের প্রক্রিয়ায় আটকে গেছেন। এ কারণে কিছুটা ত্রুটি বা নিয়মের ব্যত্যয় হয়েছে স্বীকার করে তিনি জানান, কাস্টমস বিভাগ যৌক্তিকভাবে শুল্ক বা জরিমানা আরোপ করলে তা পর্যায়ক্রমে পরিশোধ করার সুযোগ চান।
শুল্কের পরিমাণ পাঁচ কোটি টাকা হবে না বলে দাবি করে তিনি বলেন, যৌক্তিক মূল্যায়নে যে পরিমাণ অর্থ নির্ধারণ হবে, তা পরিশোধ করবেন। পাশাপাশি বিন বন্ধ না করে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ রেখে তিনি বলেন, ব্যবসা বন্ধ করা হলে বকেয়া বা জরিমানা পরিশোধ করা সম্ভব হবে না।
শায়েস্তা খাঁ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের মামা এবং এক দক্ষ প্রশাসক। তিনি ক্ষমতায় আসার পরই অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং বাংলার বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নানাবিধ উদ্যোগ নেন। নদীপথের দস্যু দমন, স্থানীয় জমিদারদের নিয়ন্ত্রণ এবং বিদেশি ব্যবসায়ীদের সাথে সুচিন্তিত বাণিজ্য চুক্তি—এসবই তাঁর শাসনকে
২ দিন আগেএসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে ও বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।
৪ দিন আগে২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রেমিট্যান্সের প্রবাহ বাড়ে। সঙ্গে রপ্তানি আয় বাড়ায় ডলার বাজারে জোগান বেড়ে যায়। এতে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা ডলারের দাম স্থিতিশীল হয়ে আসে।
৫ দিন আগেড. আহসান এইচ মনসুর বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ। মার্চ টু ঢাকা ছিল স্বৈরাচার পতনের সূচনা। সবসময় ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। একসময় আমরা হতাশ ছিলাম, ছাত্রদের মধ্যে সহনশীলতা এসেছিল, কিন্তু তারাও আবার জেগে উঠেছে। ছাত্রদের সঙ্গে যখন সাধারণ জনগণ মিলে যায়, তখন কোনো স্বৈরাচারী সরকারই টিকতে পারে না।
৭ দিন আগে