top ad image
top ad image
home iconarrow iconঅর্থের রাজনীতি

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর্থিক খাতের নানা অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত শিবলীর বিরুদ্ধে মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবলীকে।

এর আগে শিবলী রুবাইয়াতসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ অক্টোবর শিবলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। জানুয়ারির শেষার্ধে তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন-

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলীসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে আর্থিক খাতে দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। তার নামে দুদকের মামলাও আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালের ১৭ মে তাকে বিএসইসির চেয়ারম্যান করা হয়। বিএসইসি চেয়ারম্যান হিসেবে চার বছরের পূর্ণ মেয়াদ দায়িত্ব পালসেনর পর গত বছরের ১৬ মে তাকে ফের একই পদে পুনর্নিয়োগ দেয় সরকার।

আরও পড়ুন-

শিবলী রুবাইয়াতসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পাঁচ দিন পর ১০ আগস্ট বিএসইসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে গেলেও সেখানে কোনো ক্লাস নেননি।

শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে অভিযোগ, তার প্রত্যক্ষ প্রশ্রয়ে শেয়ারবাজারের নানা ধরনের কারসাজি করত একটি চক্র। কৌশলে শেয়ারের দাম বাড়ানো-কমানোর মাধ্যমে চক্রটি পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে।

r1 ad
top ad image