ইফরান হোসেন, ঢাবি প্রতিনিধি
মনোনয়নপত্র জমা শেষ। এখন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পালা। তবে এর মধ্যেই প্যানেল ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো। কোনো কোনো সংগঠন এককভাবে প্যানেল দিয়ে লড়াই করছে, আবার কয়েকটি সংগঠন জোট হয়েও দিয়েছে প্যানেল। স্বতন্ত্র প্রার্থীরাও প্যানেল করেছেন। সব মিলিয়ে ৯ প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জমজমাট হয়ে উঠেছে।
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে ২৮ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। তাদের সবার মনোনয়নপত্র বৈধতা পেলে প্রতি পদের বিপরীতে গড়ে ১৮ জনের বেশি প্রার্থী লড়বেন ডাকসুতে।
ছয় বছরের বিরতিতে হতে যাওয়া ডাকসু নির্বাচন ঘিরে বহুমুখী লড়াইয়ের আভাস ছিল আগে থেকেই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একে একে প্যানেলগুলো ঘোষণা হতে থাকলে সে আভাসের সত্যতা মিলেছে। দিন শেষে ভোটযুদ্ধে অবতীর্ণ মোট প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। প্যানেলগুলো আলাদা আলাদা নামও পেয়েছে।
যেসব প্যানেল এবারের ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে সেগুলো হলো— বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।
এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা চেনা মুখ উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আরেক স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ লড়াই করবে ডাকসুতে। রয়েছে বামপন্থি বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ এবং তিনটি বাম জোটের আরেক প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’।
এক নজরে দেখে নেওয়া যাক কোন প্যানেল থেকে কোন কোন পদে প্রার্থী হয়েছেন কারা কারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন আগেই। ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করে জমাও দিয়েছেন। স্বতন্ত্র অন্য প্রার্থীদের নিয়ে তিনি ‘স্বতন্ত্র ঐক্যজোট’ নামে প্যানেলের ঘোষণা দিয়েছেন।
এই প্যানেল থেকে উমামা নিজে লড়বেন ভিপি পদে। প্যানেলের বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এই প্যানেল থেকে জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া ও এজিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করা শুরু হয়। ১৮ আগস্ট পর্যন্ত ফরম বিতরণের সময় ঘোষণা করা ছিল তফসিলে। প্রার্থীদের চাপের কারণে পরে সেই সময় একদিন বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। মনোনয়ন ফরম জমার সময়ও ১৯ আগস্ট থেকে একদিন বাড়িয়ে ২০ আগস্ট করা হয়। সে হিসাবে এরই মধ্যে মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম শেষ হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ে বৈধ এসব প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রার্থীরা প্রায় দুই সপ্তাহ নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।
মনোনয়নপত্র জমা শেষ। এখন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পালা। তবে এর মধ্যেই প্যানেল ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো। কোনো কোনো সংগঠন এককভাবে প্যানেল দিয়ে লড়াই করছে, আবার কয়েকটি সংগঠন জোট হয়েও দিয়েছে প্যানেল। স্বতন্ত্র প্রার্থীরাও প্যানেল করেছেন। সব মিলিয়ে ৯ প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জমজমাট হয়ে উঠেছে।
ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে ২৮ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। তাদের সবার মনোনয়নপত্র বৈধতা পেলে প্রতি পদের বিপরীতে গড়ে ১৮ জনের বেশি প্রার্থী লড়বেন ডাকসুতে।
ছয় বছরের বিরতিতে হতে যাওয়া ডাকসু নির্বাচন ঘিরে বহুমুখী লড়াইয়ের আভাস ছিল আগে থেকেই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একে একে প্যানেলগুলো ঘোষণা হতে থাকলে সে আভাসের সত্যতা মিলেছে। দিন শেষে ভোটযুদ্ধে অবতীর্ণ মোট প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। প্যানেলগুলো আলাদা আলাদা নামও পেয়েছে।
যেসব প্যানেল এবারের ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে সেগুলো হলো— বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।
এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা চেনা মুখ উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আরেক স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ লড়াই করবে ডাকসুতে। রয়েছে বামপন্থি বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ এবং তিনটি বাম জোটের আরেক প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’।
এক নজরে দেখে নেওয়া যাক কোন প্যানেল থেকে কোন কোন পদে প্রার্থী হয়েছেন কারা কারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন আগেই। ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করে জমাও দিয়েছেন। স্বতন্ত্র অন্য প্রার্থীদের নিয়ে তিনি ‘স্বতন্ত্র ঐক্যজোট’ নামে প্যানেলের ঘোষণা দিয়েছেন।
এই প্যানেল থেকে উমামা নিজে লড়বেন ভিপি পদে। প্যানেলের বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এই প্যানেল থেকে জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া ও এজিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করা শুরু হয়। ১৮ আগস্ট পর্যন্ত ফরম বিতরণের সময় ঘোষণা করা ছিল তফসিলে। প্রার্থীদের চাপের কারণে পরে সেই সময় একদিন বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। মনোনয়ন ফরম জমার সময়ও ১৯ আগস্ট থেকে একদিন বাড়িয়ে ২০ আগস্ট করা হয়। সে হিসাবে এরই মধ্যে মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম শেষ হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ে বৈধ এসব প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রার্থীরা প্রায় দুই সপ্তাহ নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।
শেষ পর্যন্ত জানা গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে যে আন্দোলন করছেন, এর জের ধরেই বন্ধ করতে হয়েছে মনোনয়ন বিতরণ কার্যক্রম। সেটি স্বীকার করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগেবিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করতে থাকেন। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সময় তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
১৮ ঘণ্টা আগেতারেক রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কোনো নেতার বক্তব্য জনগণের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমি মনে করি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে রাষ্ট্রে ও রাজনীতিতে পতিত ফ্যাস্টিস্ট শক্তি পুনর্বাসন হওয়ার সুযোগ সহজ হবে।
১ দিন আগেতারেক রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা কোনো কোনো রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে।
১ দিন আগে