রাকসুর আচরণবিধি প্রকাশ, ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯: ৪৬

৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিধিমালায় উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফল ‘নেগেটিভ’ না হলে তার প্রার্থিতা বাতিল হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের সই করা নির্বাচনি বিধিমালা প্রকাশ করা হয়।

১০টি অনুচ্ছেদে ৩৯টি নির্দেশনা সংবলিত আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনটি ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিধিমালা তৈরি করা হয়েছে।

বিধিমালার অনুচ্ছেদ ৩ (ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারে কোনো শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না। অনুচ্ছেদ ৪ (খ) অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্রচার চালানো যাবে। প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে রাত ১০টা।

বিধিমালায় প্রচারসামগ্রী হিসেবে কেবল সাদা-কালো পোস্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভবনের দেয়ালে পোস্টার লাগানো কিংবা লেখালেখি না করতে বলা হয়েছে। পাশাপাশি একাডেমিক ভবনের ভেতরে মিছিল, সমাবেশ বা শ্রেণিকক্ষে প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, ছাত্র হলে ছাত্রী কিংবা ছাত্রী হলে ছাত্র প্রার্থীরা পরিচিতি সভায় অংশ নিতে পারবেন, তবে তার জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে। বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে বিধিমালায়। বলা হয়েছে, বুথের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা যাবে না। ভোটের দিন কেবল ভোটার, শিক্ষক, কর্মকর্তা ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

বিধিমালায় আচরণবিধি ভঙ্গের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয় আইনে দণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের ভোটে রাকসু কেন্দ্রীয় ও হল সংসদ এবং সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই: মাহফুজ

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে নতুন শুল্কহার, সরকারকে ফখরুলের ধন্যবাদ

দর কষাকষি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণকে ‘দেশের জন্য ভালো খবর’ বলে অবিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।

৬ ঘণ্টা আগে

‘আ. লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হলেই ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে’

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ভয়ংকর একটা ফ্যাসিবাদ থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন আমরা তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। আওয়ামী ফ্যাসিস্টরা এ দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করুন। তারা যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে,

১৮ ঘণ্টা আগে

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির শীর্ষ দুই নেতা, দিলেন সংহতির বার্তা

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আপনারা জানেন, বিএনপির নেতৃত্বেই বিগত ১৬ বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহীদ, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলার শিকার হয়েছে বিএনপি। সবাইকে সাথে নিয়ে বিএনপি এ লড়াই-সংগ্রাম চালিয়ে গেছে।

১৮ ঘণ্টা আগে