সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়: মজিবুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৬: ০০

অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয় উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এ রকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার (১৬ মে) এবি পার্টির ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক ফজলুল হক এবং নারীবিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

মজিবুর রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে। পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ।’

এই চ্যালেঞ্জে সাফল্য অর্জনে দলের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেন তিনি।

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের উচিত যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার জন্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে দাবি-দাওয়াগুলো শুনে একটা সমাধানের পথ বের করা যেন মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারেন।’

ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘ব্যাপক নদীভাঙনের কবলে পড়ে সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন।’

শিগগিরই টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান মঞ্জু।

সভায় বিশেষ অতিথি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা যদি জনগণের কাছে আমাদের দলের নীতি ও কর্মপন্থা সঠিকভাবে তুলে ধরতে পারি, তা হলে আগামী ৫ বছরের মধ্যে এবি পার্টিকে একটি জনপ্রিয় দলে পরিণত করা সম্ভব।’

ফেনী-২ আসনের ঘরে ঘরে অধিকারভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ad
Ad

ঘরের রাজনীতি থেকে আরও পড়ুন

উপদেষ্টা মাহফুজ জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড : রাশেদ খান

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘মাহফুজের আলমের ওপর বোতল নিক্ষেপ আমি সমর্থন করি না। সকালে প্রতিবাদও জানিয়েছি। কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, সে কোন মানসিকতার লোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা হয়েছে, অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হয়েছেন। অসংখ্য শিক্ষার্থ

২ দিন আগে

স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়: রিজভী

রিজভী বলেন, ‘মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কি অন্যায় করেছিল সে? আমার তো মনে হয় এখানে রাজনৈতিক কারণ আছে। তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে সে ফেসবুকে শাহবাগে জাতীয় সংগীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল। তার বিরুদ্ধে এবং জাতীয় সংগীতের পক্ষে একটা পোস্ট

২ দিন আগে

এনবিআর বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বললেন মঈন খান

বিএনপির এই নেতা বলেন, ‘এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সে ক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাব

৩ দিন আগে

মির্জা ফখরুলের চোখে সফল অস্ত্রোপচার

শায়রুল কবির বলেন, সোমবার (১২ মে) স্যারের (মির্জা ফখরুল) চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রু

৩ দিন আগে