ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ বায়তুল মোকাররমে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে ইসলামি দলগুলো। ছবি: ফোকাস বাংলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখে শত শত নারী-পুরুষ-শিশুকে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছেন ইসলামী বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। তারা প্রতিবাদ মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে যান। সেখানে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরসহ আরও কয়েকটি সংগঠন এই প্রতিবাদে অংশ নেয়।

Tight-Security-At-Baitul-Mokarram-21-03-2025

শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় ছিল কড়া নিরাপত্তা। ছবি: ফোকাস বাংলা

ইসলামী দলগুলো আগেই জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভের ডাক দিয়েছিল। এ কারণে সকাল থেকেই গোটা এলাকায় বাড়তি সতর্কতা দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। পল্টন মোড়ে ঢাকা মহানগর পুলিশের জলকামান, এপিসি কার ও প্রিজন ভ্যানও রাখা ছিল।

দুপুরে বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ভেতরে প্রবেশের সময় তল্লাশিও চালানো হয়। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। এ ছাড়া নাইটিঙ্গেল মোড়ে ছিল বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

১৯ ঘণ্টা আগে

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৯ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

২০ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১ দিন আগে