রাজশাহী ব্যুরো
দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিএনপির পক্ষেই এখন দেশকে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। কারণ, আমরা দেখেছি, স্বাধীনতার পর ১৯৭৪ ও ১৯৭৫ সালে দেশ কীভাবে দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি- শহীদ জিয়ার আমলে কীভাবে আবার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে দুর্ভিক্ষকে দূর কর খাদ্য রপ্তানি করা হয়েছে। এই কাজটি কিন্তু বিএনপি অতীতেই করেছে। তাই দেশকে কীভাবে পুনর্গঠন করতে হবে তা বিএনপি ভালোভাবেই জানে। বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে এটিই জনগণ মনে করে। তাই আমাদের এখন ঐক্যবদ্ধভাবে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে।'
আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রায় আধাঘণ্টার বক্তব্যে তিনি নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের গুরুত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তারেক রহমান বলেন, আমরা অনেক আগেই ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাব করছে, তার অধিকাংশই বিএনপির পূর্ববর্তী প্রস্তাবের সঙ্গে মিলে যায়। এ থেকেই প্রমাণিত হয়, আমরা বাস্তবভিত্তিক ও জনমানুষকেন্দ্রিক চিন্তা করি।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ জনগণ বিএনপির ওপর আস্থা রাখে। তাই আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।
বেকার সমস্যা ও শিক্ষা-স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে হবে যাতে দেশের জনগণ দেশে থেকেই সেবা নিতে পারে। আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে উন্নত করতে হবে যাতে ধনী-গরিব সবার জন্য সমান চিকিৎসার সুযোগ থাকে।
ফারাক্কা চুক্তির বিষয়ে তারেক রহমান বলেন, ফারাক্কার কারণে পদ্মা নদী আজ শুকিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।’
জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি।’
স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। ’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। ’
দ্বি-বার্ষিক এই সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন অর রশিদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান আলিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, মতিউর রহমান মন্টু, আসলাম সরকার, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলছে রাজশাহী মহানগর বিএনপি।
দেড়যুগ পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। উপস্থিতির ভিড়ে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই পদ্মা নদীর পাড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিএনপির পক্ষেই এখন দেশকে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। কারণ, আমরা দেখেছি, স্বাধীনতার পর ১৯৭৪ ও ১৯৭৫ সালে দেশ কীভাবে দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি- শহীদ জিয়ার আমলে কীভাবে আবার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে দুর্ভিক্ষকে দূর কর খাদ্য রপ্তানি করা হয়েছে। এই কাজটি কিন্তু বিএনপি অতীতেই করেছে। তাই দেশকে কীভাবে পুনর্গঠন করতে হবে তা বিএনপি ভালোভাবেই জানে। বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে এটিই জনগণ মনে করে। তাই আমাদের এখন ঐক্যবদ্ধভাবে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে।'
আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রায় আধাঘণ্টার বক্তব্যে তিনি নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের গুরুত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তারেক রহমান বলেন, আমরা অনেক আগেই ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাব করছে, তার অধিকাংশই বিএনপির পূর্ববর্তী প্রস্তাবের সঙ্গে মিলে যায়। এ থেকেই প্রমাণিত হয়, আমরা বাস্তবভিত্তিক ও জনমানুষকেন্দ্রিক চিন্তা করি।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ জনগণ বিএনপির ওপর আস্থা রাখে। তাই আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।
বেকার সমস্যা ও শিক্ষা-স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে হবে যাতে দেশের জনগণ দেশে থেকেই সেবা নিতে পারে। আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে উন্নত করতে হবে যাতে ধনী-গরিব সবার জন্য সমান চিকিৎসার সুযোগ থাকে।
ফারাক্কা চুক্তির বিষয়ে তারেক রহমান বলেন, ফারাক্কার কারণে পদ্মা নদী আজ শুকিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।’
জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি।’
স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। ’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। ’
দ্বি-বার্ষিক এই সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন অর রশিদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান আলিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, মতিউর রহমান মন্টু, আসলাম সরকার, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলছে রাজশাহী মহানগর বিএনপি।
দেড়যুগ পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। উপস্থিতির ভিড়ে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই পদ্মা নদীর পাড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
সৈয়দ তাহের বলেন, সংসদে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি, পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ— উভয় কক্ষেই। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব।
১ দিন আগেমানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত গুম, বিচারবহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতনসহ নানা প্রতিহিংসামূলক হামলায় ৭,১৮৮ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে ৭০৯ জন গুমের শিকার, তার মধ্যে অনেকে এখনো ফিরে আসেননি, তারা আমার মতো সৌভাগ্যবান নয়। ২,৬৯৩ জন বিচারবহির্ভূত
১ দিন আগেএরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি। যখন ছাত্রসংগঠনগুলো সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেছিল, তখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি। এখন যদি আসল কথা বলি, অনেকের সাংগঠনিক শক্তি, জনশক্তি আমার বি
১ দিন আগেস্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’
১ দিন আগে