প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষের শক্তি নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত করা বা বানচাল করার জন্য নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছেন। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ। যারা এর বিরুদ্ধে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি- গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো বাঁধাকে অতিক্রম করতে বাংলাদেশের মানুষ সংকল্পবদ্ধ। সব গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করবো- আপনারা যেভাবে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেই এই রকম ঐক্য নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐকবদ্ধ থাকতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে আপোষহীন উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। স্বৈরাচারকে হটিয়েছেন দেশে পূনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। পরবর্তীতে জনগণের দাবির প্রেক্ষিতে নির্দলীয় নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছেন। তিনি আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সমসাময়িক রাজনীতির বিষয়ে সমস্ত দিকনির্দেশনা পাচ্ছি খালেদা জিয়ার কাজ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করতে হবে। তার নির্দেশনা মোতাবেক আমরা সরকার ও সমস্ত গণতান্ত্রিক শক্তির সঙ্গে অনেকবার আলাপ-আলোচনা করেছি।
তিনি বলেন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু-নিরেপক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহিদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। এই গণতন্ত্রের জন্য আমরা গত ১৫-১৬ বছর সংগ্রাম করেছি। এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদলের সাবেক যোগাযোগ সম্পাদক নেতা গিয়াসউদ্দিন মামুন, মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।
নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষের শক্তি নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত করা বা বানচাল করার জন্য নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছেন। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ। যারা এর বিরুদ্ধে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি- গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো বাঁধাকে অতিক্রম করতে বাংলাদেশের মানুষ সংকল্পবদ্ধ। সব গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করবো- আপনারা যেভাবে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেই এই রকম ঐক্য নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐকবদ্ধ থাকতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে আপোষহীন উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। স্বৈরাচারকে হটিয়েছেন দেশে পূনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। পরবর্তীতে জনগণের দাবির প্রেক্ষিতে নির্দলীয় নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছেন। তিনি আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সমসাময়িক রাজনীতির বিষয়ে সমস্ত দিকনির্দেশনা পাচ্ছি খালেদা জিয়ার কাজ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করতে হবে। তার নির্দেশনা মোতাবেক আমরা সরকার ও সমস্ত গণতান্ত্রিক শক্তির সঙ্গে অনেকবার আলাপ-আলোচনা করেছি।
তিনি বলেন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু-নিরেপক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহিদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। এই গণতন্ত্রের জন্য আমরা গত ১৫-১৬ বছর সংগ্রাম করেছি। এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদলের সাবেক যোগাযোগ সম্পাদক নেতা গিয়াসউদ্দিন মামুন, মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।
ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।
১৫ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
১৫ ঘণ্টা আগেডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।
১৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।
১৯ ঘণ্টা আগে