রাউজানে সংঘর্ষ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের সব পদ স্থগিত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০০: ৩৪
মঙ্গলবার রাউজানে সংঘর্ষের সময় গোলাম আকবর খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ইনসেটে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি: রাজনীতি ডটকম

দলের দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। দল থেকে বহিষ্কার করা হয়েছে স্থানীয় আরও কয়েকজন নেতাকে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা আলাদা দুই বিজ্ঞপ্তিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। এতে গোলাম আকবর খোন্দকারসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গোলাম আকবরের গাড়ি ভাঙচুর করা হয়, একাধিক মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনার পর রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত জানানো হয়। তবে চিঠিতে কমিটি বিলুপ্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

এর আগে ২০২২ সালের ২০ জুলাই গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

এদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদ-পদবি স্থগিতের চিঠিতে তার বিরুদ্ধে কয়েকমাস ধরে নিজ এলাকায় দলের ভেতরে হানাহানি ও সংঘাতে মদত দেওয়ার সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে গিয়াস কাদেরের উদ্দেশে বলা হয়, আপনাকে বারবার দল থেকে সতর্ক করার পরও আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আপনার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ নির্দেশক্রমে স্থগিত করা হলো।

CTG-Raujan-BNP-Clash-01-Photo-30-07-2025

মঙ্গলবার বিকেলে রাউজানে স্থানীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ছবি: রাজনীতি ডটকম

রাতে রুহুল কবির রিজভীরই সই করা তৃতীয় আরেক চিঠিতে স্থানীয় বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও দলের ভেতরে সংঘাত ও হানাহানি তৈরি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করার সুস্পষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃত এই পাঁচ নেতা হলেন— চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন।

এর আগে মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভা সদরের সুলতানপুরে গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রাউজান উপজেলার সাবেক সভাপতি প্রয়াত মহিউদ্দিন আহমেদের কবর জেয়ারতের জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পৌর সদরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। পৌরসভার ছত্তারহাট এলাকায় দুপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

২ হাজার কোটি টাকা চাঁদাবাজদের দ্রুত নাম প্রকাশ করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক সরকারের উদ্দেশে বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা। কিন্তু ২০০০ কোটি টাকা চাঁদাবাজদের খবর আপনাদের কাছে আছে, দ্রুত তাদের নাম প্রকাশ করুন। গত ১১ মাসে কে কি করেছে তা প্রকাশ করুন।

১০ ঘণ্টা আগে

ছাত্রদলকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ সারজিসের

ছাত্রদলকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাল সারজিসজাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১১ ঘণ্টা আগে

ভগ্নদশার মধ্যেও বেড়েছে জাতীয় পার্টির আয়-ব্যয়

জাপা ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের যে হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে তাতে দেখা গেছে, দলটির আয় করেছে ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা, ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা এবং স্থিতি আছে ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা।

১২ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে: পার্থ

আন্দালিব পার্থ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। কোনোভাবে এ সরকার আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। দেশে ১৭ বছরে গণতন্ত্রের পথচলার যে বাধাগ্রস্ত হয়েছে বিএনপি তা এগিয়ে নিয়ে যেতে পারবে।

১২ ঘণ্টা আগে