প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র-জনতা। বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার পর ভেতরেও ভাঙচুর চালাচ্ছেন তারা। বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষেও চলছে ভাঙচুর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা স্লোগান দিতে দিতে ধানমন্ডিতে ৩২ নম্বর বাড়িটিতে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালানোর সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান শোনা গেছে।
ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়িতে আগুনও দেওয়া হয়। জাদুঘর থেকে সেদিনেই বাড়িটি পরিণত হয় পোড়োবাড়িতে।
আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পূরণ হয়েছে আজ বুধবার। ছয় মাস আগে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার আজ রাতে দেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো পাবলিক অনুষ্ঠান হওয়ার কথা।
গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য দেওয়ার কথা জনানো হয়। বলা হয়, তাদের পেজে শেখ হাসিনার এই বক্তব্য সরাসরি প্রচার করা হবে।
এ ঘোষণার পরপরই শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিলে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলে’র ঘোষণা দেন অনেকে। ক্রমেই এ ঘোষণা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা সেই ভাষণ দেওয়ার আগেই ৩২ নম্বর বাড়িটিতে ভাঙচুর চালানো হলো।
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র-জনতা। বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার পর ভেতরেও ভাঙচুর চালাচ্ছেন তারা। বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষেও চলছে ভাঙচুর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা স্লোগান দিতে দিতে ধানমন্ডিতে ৩২ নম্বর বাড়িটিতে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালানোর সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান শোনা গেছে।
ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়িতে আগুনও দেওয়া হয়। জাদুঘর থেকে সেদিনেই বাড়িটি পরিণত হয় পোড়োবাড়িতে।
আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পূরণ হয়েছে আজ বুধবার। ছয় মাস আগে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার আজ রাতে দেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো পাবলিক অনুষ্ঠান হওয়ার কথা।
গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য দেওয়ার কথা জনানো হয়। বলা হয়, তাদের পেজে শেখ হাসিনার এই বক্তব্য সরাসরি প্রচার করা হবে।
এ ঘোষণার পরপরই শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিলে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলে’র ঘোষণা দেন অনেকে। ক্রমেই এ ঘোষণা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা সেই ভাষণ দেওয়ার আগেই ৩২ নম্বর বাড়িটিতে ভাঙচুর চালানো হলো।
এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।
১৯ ঘণ্টা আগেব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।
১৯ ঘণ্টা আগেইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।
২০ ঘণ্টা আগেডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।
১ দিন আগে