গঠিত হলো জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

জুলাই-আগস্টের ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতেও এই অধিদপ্তর কাজ করবে।

সোমবার (২৮ এপ্রিল) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা এ অধিদপ্তর গঠনের প্রজ্ঞাপন জারি করে। উপসচিব (প্রশাসন-১) আব্দুল্লাহ আল খায়রুম প্রজ্ঞাপনে সই করেছেন।

গত বছরের ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই অধিদপ্তর প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সাড়ে চার মাস পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলেও সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ অধিদপ্তরে কাউকে পদায়ন করা হয়নি।

এর আগে জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের পুনর্বাসনে কাজ করার জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছিল সরকার। ওই ফাউন্ডেশনের মাধ্যমে আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সহায়তা করার কার্যক্রম চলমান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

১৯ ঘণ্টা আগে

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৯ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

২০ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১ দিন আগে