ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে এক সভায় দেয়া ভাষণে মোদি জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে।
এর আগে, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেপ্তার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় দেশটির গণমাধ্যম সরব হয়ে উঠে।
গত বুধবার কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে যান নরেন্দ্র মোদি।
সভায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। এ সময় তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, যে ভারতের নাগরিক নয়, যে অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে, একই দিন বিহারে নির্বাচনী সভায় যোগ দেন মোদি। সেখানে তিনি পাইপলাইনে গ্যাস সরবরাহ, সড়ক সেতুসহ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।
আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোটের আগে নরেন্দ্র মোদির সভা দিয়ে বিজেপি ভোটের প্রচারে নেমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে এক সভায় দেয়া ভাষণে মোদি জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে।
এর আগে, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেপ্তার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় দেশটির গণমাধ্যম সরব হয়ে উঠে।
গত বুধবার কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে যান নরেন্দ্র মোদি।
সভায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। এ সময় তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, যে ভারতের নাগরিক নয়, যে অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে, একই দিন বিহারে নির্বাচনী সভায় যোগ দেন মোদি। সেখানে তিনি পাইপলাইনে গ্যাস সরবরাহ, সড়ক সেতুসহ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।
আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোটের আগে নরেন্দ্র মোদির সভা দিয়ে বিজেপি ভোটের প্রচারে নেমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিশ্বের বিভিন্ন দূতাবাসে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা এখন থেকে আর ভিনদেশের নির্বাচন নিয়ে মতামত দিতে পারবেন না।
২ দিন আগেদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো (বাংলাদেশিদের) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’
২ দিন আগেএই যুদ্ধের পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার আগের দশকগুলোতে। খ্রিস্টপূর্ব ৫০০ সালের আশপাশে পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। বর্তমান ইরান, ইরাক, তুরস্ক, আফগানিস্তান, মিশরসহ এক বিশাল এলাকা জুড়ে পারস্যের শাসন বিস্তৃত ছিল।
৩ দিন আগেএই শুল্ক কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক শিল্প। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে বছরে প্রায় ৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। বর্তমানে এসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রায় শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে প্রবেশ করত।
৪ দিন আগে