ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৩: ৫৮
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভদেরিঙ্কো। ছবি: সংগৃহীত

ইউক্রেন সরকারে বড় ধরনের পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন ইউলিয়া সুভরিদেঙ্কোকে, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ ছাড়া যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছেন জেলেনস্কি।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউক্রেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় এসব রদবদল অনুমোদন দেওয়া হয়। এর পরপরই ইউলিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

৩৯ বছর বয়সি ইউলিয়া ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। স্যামিহাল এখন দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেবেন। এই মন্ত্রণালয়টি একাধিক দুর্নীতির কেলেঙ্কারির মুখে পড়েছে।

এর আগে গত ১৪ জুলাই ইউলিয়াকে নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান ভলোদিমির জেলেনস্কি। একই দিন তিনি ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন।

ইউলিয়া এর আগে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ বছরের শুরুতে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি সইয়ে তার ভূমিকা ছিল। এটি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রাথমিক শীতল সম্পর্ক কাটাতে সহায়তা করে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সুভরিদেঙ্কো বলেছেন, তিনি ইউক্রেনের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন ও সশস্ত্র বাহিনীর শক্তি সম্প্রসারণ এবং অর্থনীতিকে সহায়তা করার দিকে নজর দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউলিয়া বলেন, আমাদের সরকার এমন একটি ইউক্রেন গড়ার দিকে এগিয়ে যাচ্ছে যা তার নিজস্ব সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকবে। আমার মূল লক্ষ্য হলো বাস্তব ও ইতিবাচক ফলাফল, যা প্রতিটি ইউক্রেনীয় দৈনন্দিন জীবনে অনুভব করবেন। যুদ্ধের কারণে আমাদের কোনো বিলম্বের সুযোগ নেই। আমাদের দ্রুত ও সিদ্ধান্তমূলক কাজ করতে হবে।

এদিকে জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বিদায়ী আইনমন্ত্রী ওলগা স্টেফানিশিনাকে মনোনীত করেছেন। তার নিয়োগ মার্কিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্টেফানিশিনার ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক খনিজ চুক্তির আলোচনায় তিনিও ভূমিকা রেখেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদেশি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের মন্তব্য নিষিদ্ধ

বিশ্বের বিভিন্ন দূতাবাসে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা এখন থেকে আর ভিনদেশের নির্বাচন নিয়ে মতামত দিতে পারবেন না।

২ দিন আগে

বাংলাদেশে অনেক পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে: ভারত

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো (বাংলাদেশিদের) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’

২ দিন আগে

ব্যাটল অব থার্মোপিলাই: সাহস ও আত্মত্যাগের অমর ইতিহাস

এই যুদ্ধের পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার আগের দশকগুলোতে। খ্রিস্টপূর্ব ৫০০ সালের আশপাশে পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। বর্তমান ইরান, ইরাক, তুরস্ক, আফগানিস্তান, মিশরসহ এক বিশাল এলাকা জুড়ে পারস্যের শাসন বিস্তৃত ছিল।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: বাংলাদেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ

এই শুল্ক কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক শিল্প। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে বছরে প্রায় ৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। বর্তমানে এসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রায় শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে প্রবেশ করত।

৪ দিন আগে