যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০: ০৬
ছবি: সংগৃহীত

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা ও সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো প্রতিবেশী এই দুই দেশ।

আজ শনিবার (১৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে টম ব্যারাক বলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল।

এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলো।

পোস্টে ব্যারাক বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে মিলে শান্তি ও সম্প্রীতির একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।’

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে সিরিয়া বা ইসরায়েলি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সুয়েইদা অঞ্চলে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল।

গত রোববার থেকে সুয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার ওই অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করার পর সংঘাতের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে দ্রুজদের সুরক্ষা দেয়ার অজুহাতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি, দামেস্কেও সামরিক বাহিনীর সদর দপ্তরসহ অন্যান্য সরকারি স্থাপনায় সতর্কতামূলক হামলা চালায় দেশটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম

তিনি বলেন, ‘হাসিনার পরাজয় রাজনৈতিক না কেবল, নৈতিকও বটে। নৈতিক পরাজয়ের পর তার রাজনৈতিক পরাজয় ঘটেছিল। ফলে আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না। গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য।’

৭ ঘণ্টা আগে

বৃষ্টির মৌসুম শেষে নির্বাচনী হাওয়া বইতে শুরু করবে : শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য যে পরিবেশ, সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কোনো ক্যান্ডিডেট বলতে পারবে না যে তার প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। আমরা পরিবেশ নিশ্চিত করব, খুব সুন্দর পরিবেশে নির্বাচন হবে। অতীতের যে

৮ ঘণ্টা আগে

জামায়াতের সমাবেশ ঘিরে মেট্রোতে যাত্রীদের উপচে পড়া ভিড়

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে রাজধানীতে আসেন। এতে সচিবালয়, প্রেসক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ও রমনা পার্ক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে সৃষ্ট হয় বড় ধরনের যানজট। বিশেষ করে উত্তরা, মিরপুর ও ফার্মগেটের যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

৯ ঘণ্টা আগে

নৌবাহিনীর ডকইয়ার্ডে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

১০ ঘণ্টা আগে