খাবারের আশায় দাঁড়ানো ৩৮ জনসহ আরও ১১৬ ফিলিস্তিনিকে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯: ১৫
খাদ্যের তীব্র সংকটে ভুগছে গাজার শিশুরা। কিন্তু ইসরায়েলের বাধার মুখে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। ছবি: ইপিএ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় একদিনে আরও ১১৬ মারা গেছেন। এর মধ্যে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গতকাল শনিবার (১৯ জুলাই) ইসরায়েলি হামলায় গাজায় এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মানবিক সহায়তার আশায় লাইনে দাঁড়িয়েছিল ক্ষুধার্ত গাজাবাসী। আর সেখানেই গুলি চালিয়ে রক্ত ঝরিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার খান ইউনিস ও রাফাহর দুটি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন আরও অনেকে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) মাধ্যমে উপত্যকাটিতে খাদ্য সরবরাহ করা হচ্ছে। কিন্তু খাবার বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনারা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ হামলা ছিল হত্যার জন্য নিশানা করা গুলি।

হিউম্যান রাইটস মনিটর বলছে, জিএইচএফের চারটি বিতরণ কেন্দ্রের আশপাশেই গত ছয় সপ্তাহে অন্তত ৬৭৪ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ বলছে, মার্চ থেকে খাদ্য সরবরাহে বিধিনিষেধ জারি করার পর গাজায় অপুষ্ট শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত ৬৯ জন শিশু মারা গেছে ক্ষুধায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টির শিকার এত মানুষ হাসপাতালে আসছে, যা নজিরবিহীন। দিনের পর দিন পেটে দানাপানি না পড়ায় তারা চরম ক্লান্ত হয়ে পড়েছে। নড়ার শক্তিও আর অবশিষ্ট নেই। কারও কারও স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে।

গাজার আল শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিনের শত শত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেই এতটাই দুর্বল যে, নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। তাদের নিবিড় চিকিৎসা প্রয়োজন। কিন্তু এসব রোগীর চিকিৎসা করার মতো ওষুধ ও পথ্য হাসপাতালে নেই।

এদিকে, গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবাইদা।

এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক মুখপাত্র বলেন, হামাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দি করার লক্ষ্যে গাজাজুড়ে অভিযান চালিয়ে যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নেত্রকোণায় সাবেক ইউপি চেয়ারম্যান পল্টন গ্রেপ্তার

নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান পল্টন চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ধারা জারি থাকবে।

২ ঘণ্টা আগে

ভিয়েতনামে নৌকাডুবিতে ৩৪ পর্যটকের মৃত্যু

ভিয়েতনামের পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।

৩ ঘণ্টা আগে

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি?

বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এবং বাংলাদেশ সরকার তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে।

১৫ ঘণ্টা আগে