ডেস্ক, রাজনীতি ডটকম
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করতে দেশে একটি মিশন স্থাপনের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের সাথে তিন বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
এতে বলা হয়, মিশনের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সংস্থাগুলোকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও সংস্থাগুলোকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করবে এই কার্যালয়।
'এই উদ্যোগ সংস্কার ও জবাবদিহিতার প্রতি আমাদের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পর আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা জানি, বাংলাদেশের কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ দেশ শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানকার নাগরিকদের প্রত্যাশা, যেকোনো আন্তর্জাতিক অংশীদারত্বকে বাংলাদেশের এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে,' প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মানবাধিকার কার্যালয় পূর্ববর্তী সরকার কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত ও ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার করবে না। আমরা আশা করি, এই মিশন সর্বদা স্বচ্ছতা প্রদর্শন করবে এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে অংশীদারত্ব ও জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে, সরকার এই চুক্তি থেকে সরে আসবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আগে থেকেই এই ধরনের একটি মিশন থাকলে, পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার মতো অপরাধগুলোর সঠিক তদন্তপূর্বক বিচার করা যেত।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠন ঢাকায় এই কার্যালয় স্থাপনে আপত্তি জানিয়ে বিরোধিতা করে আসছে। এ কার্যালয় স্থাপন করা হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন সংগঠন।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করতে দেশে একটি মিশন স্থাপনের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের সাথে তিন বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
এতে বলা হয়, মিশনের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সংস্থাগুলোকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও সংস্থাগুলোকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করবে এই কার্যালয়।
'এই উদ্যোগ সংস্কার ও জবাবদিহিতার প্রতি আমাদের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পর আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা জানি, বাংলাদেশের কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ দেশ শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানকার নাগরিকদের প্রত্যাশা, যেকোনো আন্তর্জাতিক অংশীদারত্বকে বাংলাদেশের এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে,' প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মানবাধিকার কার্যালয় পূর্ববর্তী সরকার কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত ও ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার করবে না। আমরা আশা করি, এই মিশন সর্বদা স্বচ্ছতা প্রদর্শন করবে এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে অংশীদারত্ব ও জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে, সরকার এই চুক্তি থেকে সরে আসবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আগে থেকেই এই ধরনের একটি মিশন থাকলে, পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার মতো অপরাধগুলোর সঠিক তদন্তপূর্বক বিচার করা যেত।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠন ঢাকায় এই কার্যালয় স্থাপনে আপত্তি জানিয়ে বিরোধিতা করে আসছে। এ কার্যালয় স্থাপন করা হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন সংগঠন।
তিনি বলেন, ‘হাসিনার পরাজয় রাজনৈতিক না কেবল, নৈতিকও বটে। নৈতিক পরাজয়ের পর তার রাজনৈতিক পরাজয় ঘটেছিল। ফলে আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না। গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য।’
৭ ঘণ্টা আগেপ্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য যে পরিবেশ, সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কোনো ক্যান্ডিডেট বলতে পারবে না যে তার প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। আমরা পরিবেশ নিশ্চিত করব, খুব সুন্দর পরিবেশে নির্বাচন হবে। অতীতের যে
৮ ঘণ্টা আগেসকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে রাজধানীতে আসেন। এতে সচিবালয়, প্রেসক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ও রমনা পার্ক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে সৃষ্ট হয় বড় ধরনের যানজট। বিশেষ করে উত্তরা, মিরপুর ও ফার্মগেটের যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
৯ ঘণ্টা আগে