‘শুনছি কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৯: ৫৩
শনিবার দুপুরে পদযাত্রার পর কক্সবাজারের পৌর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এনসিপির সমাবেশ। ছবি: রাজনীতি ডটকম

নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের প্রতি ইঙ্গিত করে তাকে ‘নব্য গডফাদার’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাকে কক্সবাজারবাসী প্রতিহত করবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পর্যটন ও সমুদ্রনগরী কক্সবাজারে পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল বিখ্যাত গডফাদার শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বাড়ি কক্সবাজারের চকোরিয়া-পেকুয়ায়। সাবেক এই ছাত্রদল নেতা বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দিয়ে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) থেকে বিএনপির মনোনয়নে টনা তিন বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৫ সালে বিএনপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন সালাহউদ্দিন আহমদ। ওই বছরের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উঠিয়ে নিয়ে গেছেন। দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

সালাহউদ্দিনকে আটকের পর তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। অনুপ্রবেশের অভিযোগে ২২ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পেলেও ভারত সরকার সে রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। পাসপোর্টের মেয়াদ না থাকায় ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। তবে সে আবেদনে সাড়া না পেলে তাকে ভারতেই আটকে থাকতে হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৬ আগস্ট সালাহউদ্দিন দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান। ১১ আগস্ট তিনি দেশে ফেরেন। পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছেন।

ভারতের শিলংয়ে প্রায় এক দশক আটকে থাকার কারলে সালাহউদ্দিনের নামের সঙ্গে শিলং শব্দটিও জুড়ে গেছে। দেশে ফিরে অবশ্য তিনি আবার বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিত্বও করছেন তিনি।

শনিবারের পদযাত্রা-পরবর্তী সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে এসেছে সে প্রসঙ্গও। তিনি বলেন, ‘আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক ভোটব্যবস্থা) বোঝে না, রাজপথে তাকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ।’

পরে একই সমাবেশে দেওয়া বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার গডফাদার, তার অধীনে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা গডফাদারতন্ত্রের বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেবো না। কক্সবাজারে নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না। তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’

নাহিদও তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। তিনি আরও বলেন, ‘গডফাদারতন্ত্র, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র— সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

নাম উল্লেখ না করলেও এনসিপি নেতারা তাদের বক্তব্যে সালাহউদ্দিন আহমদের কথাই উল্লেখ করেছেন— এমনটি ধরে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কক্সবাজারের বিএনপির কর্মী-সমর্থকরা। বিকেলে কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে আসেন শত শত নেতাকর্মী। চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুরও করা হয়েছে।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। সেই আবেগকে কটূক্তি করে চকরিয়ার ওপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর! তাকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতে ইসলামীর নাম বদলানোর পরামর্শ ফরহাদ মজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম বদলানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট দার্শনিক, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৮ ঘণ্টা আগে

‘কে পিআর বোঝে আর কে বোঝে না— এর জন্য সংস্কার আটকে থাকবে না’

রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রসঙ্গে একমত হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আহ্বান জানাব— জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সব রাজনৈতিক দল যেন সংস্কারে পক্ষে ঐকমত্য পোষণ করি। এই সংস্কার কোনো দলের বিপক্ষে নয়, এই সংস্কার বাংলাদেশের পক্ষে।

১৮ ঘণ্টা আগে

এনসিপি নেতার বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। আর সেই আবেগকে কটুক্তি করে চকরিয়ার উপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর। প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার জবাব রাজপথেই দেওয়া হবে।’

১৮ ঘণ্টা আগে

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে নগরের হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

১৯ ঘণ্টা আগে