ডেস্ক, রাজনীতি ডটকম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে কখনোই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সমাবেশস্থলে যোগ দেন এবং পরে মঞ্চে বক্তব্য প্রদান করেন।
সারজিস আলম বলেন, ‘আমরা এক জুলাই পার করে আরেক জুলাইতে এসেছি। কিন্তু এখনও মুজিববাদীদের ষড়যন্ত্র থেমে নেই। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। মুজিববাদ শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়, এটি একটি আদর্শ, যার বিরুদ্ধে শুধু আইন দিয়ে মোকাবিলা করা যাবে না; প্রয়োজন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু মুজিববাদী আধিপত্যের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, বাংলাদেশকে একটি সুবিচারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়তে হলে আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। একইভাবে সংখ্যালঘু ভাই-বোনদের অধিকারও সংরক্ষিত রাখতে হবে।
বক্তব্যের শেষে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সংবিধান বদলানো ও গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এ সমাবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবিতে নানা বক্তব্য উঠে আসে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে কখনোই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সমাবেশস্থলে যোগ দেন এবং পরে মঞ্চে বক্তব্য প্রদান করেন।
সারজিস আলম বলেন, ‘আমরা এক জুলাই পার করে আরেক জুলাইতে এসেছি। কিন্তু এখনও মুজিববাদীদের ষড়যন্ত্র থেমে নেই। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। মুজিববাদ শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়, এটি একটি আদর্শ, যার বিরুদ্ধে শুধু আইন দিয়ে মোকাবিলা করা যাবে না; প্রয়োজন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু মুজিববাদী আধিপত্যের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, বাংলাদেশকে একটি সুবিচারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়তে হলে আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। একইভাবে সংখ্যালঘু ভাই-বোনদের অধিকারও সংরক্ষিত রাখতে হবে।
বক্তব্যের শেষে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সংবিধান বদলানো ও গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এ সমাবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবিতে নানা বক্তব্য উঠে আসে।
সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা করতে করতেই মঞ্চে ঢলে পড়েছেন জামআয়াতে ইসালামীর আমির ডা. শফিকুর রহমান। পরে একাধিকবার দাঁড়িয়ে বকতৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।
১৪ ঘণ্টা আগেআমীর খসরু বলেন, জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ-সরকার; এর বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এজন্য ভোটের প্রতীক্ষায় রয়েছে। যারা নির্বাচন চান না, তাদের দল করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
১৫ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
১৫ ঘণ্টা আগেদেশের ২৫টি উপজেলা বা থানায় ন্যূনতম ২০০ জন ভোটার সদস্যের যে শর্ত রয়েছে সেটি পূরণ করতে পারেনি এনসিপি। এ ছাড়া দলটির আবেদনে রয়েছে বেশ কিছু ত্রুটি, যা চিহ্নিত করে সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন।
১৫ ঘণ্টা আগে