মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসে শেষ করলেন বক্তব্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮: ০১
বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। পরে বসে বক্তৃতা শেষ করেন। ছবি: ভিডিও থেকে

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা করতে করতেই মঞ্চে ঢলে পড়েন জামায়াতে ইসালামীর আমির ডা. শফিকুর রহমান। পরে একাধিকবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতের এই মহাসমাবেশ। দলটির আমির বিকেল সোয়া ৫টার দিকে বক্তৃতা শুরু করেন।

শফিকুর রহমান বলেন, ‘একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে।’

এ কথা বলতে বলতেই মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। কিছুক্ষণ পর একবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করে আবারও বসে পড়েন। শেষ পর্যন্ত মঞ্চে বসেই তিনি বক্তৃতা শেষ করেন।

এ সময় মঞ্চে থাকা নেতাদের শফিকুর রহমানকে বাতাস করতে দেখা যায়। একজন ডাক্তারকে তার রক্তচাপ পরিমাপ করতে দেখা যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াত নেতাদের মন্তব্য পায়নি রাজনীতি ডটকম। তবে শেষ পর্যন্ত উঠতে না পারলেও বসে বক্তৃতা শেষ করেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭২-এর মুজিববাদী সংবিধান রেখে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে কখনোই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

১৪ ঘণ্টা আগে

ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই : আমীর খসরু

আমীর খসরু বলেন, জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ-সরকার; এর বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এজন্য ভোটের প্রতীক্ষায় রয়েছে। যারা নির্বাচন চান না, তাদের দল করার কোনো প্র‍য়োজনীয়তা আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

১৫ ঘণ্টা আগে

২০০ ভোটারের শর্ত পূরণ হয়নি ২৫ উপজেলায়

দেশের ২৫টি উপজেলা বা থানায় ন্যূনতম ২০০ জন ভোটার সদস্যের যে শর্ত রয়েছে সেটি পূরণ করতে পারেনি এনসিপি। এ ছাড়া দলটির আবেদনে রয়েছে বেশ কিছু ত্রুটি, যা চিহ্নিত করে সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন।

১৫ ঘণ্টা আগে