জনপ্রতিনিধির হাতে শাসনভার ন্যস্ত করার বিকল্প নেই: জাসদ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২২: ২৭

সেক্টর কমান্ডার জাসদ নেতা কর্নেল আবু তাহের বীর উত্তমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে রবিবার (২০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, দফতর সম্পাদক সাজ্জদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলাঞ্জনা রিফাত সুরভী, সহ—সম্পাদক আলী হোসেন তরুণ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুহম্মদ সামসুল ইসলাম সুমন, জাসদ নেতা হুমায়ুন কবির সরদার, ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, জাতীয় আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট আবু হানিফ, জাতীয় যুব জোটের সহ—সভাপতি অ্যাডভোকেট হাসান আফজাল আকবর হারুন, বাংলাদেশ ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মদ আলী, জাতীয় আইনজীবী পরিষদের নেতা শ্রাবণী দত্ত গুহ জয়া, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি নুরতাজ পারভীন, শ্রমিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজম বনি, সাংগঠনিক সম্পাদক সৈকত ইসলাম, পারভেজ আক্তার শিল্পী, সারফুদ্দিন সোহেল, সহ-দফতর সম্পাদক ঈমান আহমেদ ইমন, বাংলাদেশ ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ-সম্পাদক নঈম মল্লিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সভার শুরুতে কর্নেল তাহের এবং গোপালগঞ্জে হত্যার শিকার আওয়ামী লীগের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা মহান বিপ্লবী ও জাতীয় বীর কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করে শ্রেণীহীন, শোষণহীন, বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

বক্তারা বলেন, দেশে বহুবার সরকার পরিবর্তন ও রাজনৈতিক পরিবর্তন হলেও কেউই শ্রেণি বিভক্ত শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তনের পথে যায়নি। বরং পুরাতন শোষণমূলক, নিপীড়নমুলক রাষ্ট্র ব্যবস্থাকে আকড়ে ধরে ব্যক্তি ও গোষ্ঠীগত ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে। ২০২৪-এর ৫ আগস্টের পরও একই চিত্র দেখা যাচ্ছে। ছদ্মবেশী প্রতারণামূলক আন্দোলনের নামে ক্ষমতা জবরদখলকারী অবৈধ সরকার ও এর অংশীদার ব্যক্তি ও গোষ্ঠীগুলো তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে নিপীড়নমুলক রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। গোপালগঞ্জ জেলার জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের সর্বাত্মক যুদ্ধ তারই প্রমাণ দেয়।

বক্তারা আরও বলেন, অবৈধ সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে দেশের অর্থনীতি, উৎপাদন, ব্যবসায়, বাণিজ্য, রফতানি খাতকে গভীর সংকটে ফেলে দিয়েছে। দেশে জন নিরাপত্তাহীনতা চরম আতঙ্কজনক অবস্থায় পতিত হয়েছে। দেশের জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের শাসনভার ন্যস্ত করার কোনও বিকল্প নেই।

বেআইনি সরকার নিয়ন্ত্রিত বেআইনি আদালতে মুক্তিযুদ্ধের অগ্রসেনা জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতের বেআইনি বিচার বন্ধ এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াতের দাবিগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে- এটা জামায়াত সহ্য করতে পারছে না।

১১ ঘণ্টা আগে

প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা আছে: নাহিদ ইসলাম

প্রশাসনের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোসররা রয়ে গেছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে চট্টগ্রামে স্টেশন রোড এলাকায় জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

১২ ঘণ্টা আগে

জুলাই অভ্যুত্থান: শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি

দেশে একটি যথার্থ যুগোপযুগী শিক্ষানীতি এবং উচ্চশিক্ষা কমিশন না থাকার মূল্য এখন চুকাতে হচ্ছে দেশের শিক্ষাখাতকে। এর অন্যতম কারণ হিসেবে দায়ী করা যায় শিক্ষাখাতে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ব্যয়কারী দেশ হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক দুর্বলতাকে। অর্থাৎ শিক্ষায় রাষ্ট্রের বিনিয়োগ অপ্রতুল এবং তা আত্মঘাতী।

১৩ ঘণ্টা আগে

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

তিনি বলেন, 'শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহিদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না।'

১৩ ঘণ্টা আগে